কাজী শাহ্ আলম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নবাগত ইউএনও এর সাথে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার ও আনোয়ার হোসেন মিরু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, আলিমুদ্দিন সরকারী কলেজ অধ্যক্ষ শামসুল আলম, বড়খাতা কলেজ অধ্যক্ষ নূর এ ইলাহী বকুল, হাতীবান্ধা সরকারী এসএস স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নূরমোহাম্মদ বাবলু, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল প্রমুখ। মতবিনিময় সভা শেষে বাংলা নববর্ষ উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠি হয়।