খবর৭১ঃ
বলিউডের সঙ্গে খুশির হাওয়া টালিউডে। একদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের ধুমধাম চলছে, তেমনি টালিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্রের বিয়েরপিঁড়িতে বসার খবরেও ভেসে আসছে।
সম্প্রতি দেব নিজেই বিয়ের খবর জানিয়েছেন। খবর জি নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিবঙ্গের সংসদ সদস্য ও অভিনেতা দেব আর অভিনেত্রী রুক্মিণীর প্রেমের কথা সবারই জানা। তবে তারা কবে বিয়ে করছেন, এ নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। এবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে বিয়ের তারিখও ঘোষণা করলেন দেব।
তিনি জানান, এপ্রিলেই তাদের বিয়ের বাদ্য বাজতে চলেছে।
২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ‘কিশমিশ’ ছবিটি। এতে ছবিতে নায়ক-নায়িকার ভূমিকাতেই দেখা যাবে দেব-রুক্মিণীকে। ছবির প্রচারের জন্য শনিবার দক্ষিণ কলকাতার একটি প্রথম সারির মলে হাজির হয়েছিলেন তারা।
সেখানেই মাঝেমধ্যে খুনসুটি করতে দেখা যায় তাদের। স্বাভাবিকভাবেই তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।
সেখানেই দেব জানান, আসছে ২৯ এপ্রিলেই রুক্সিণীকে ঘরে তুলে নিচ্ছেন তিনি।