খবর৭১ঃ সব বিদেশি বিশ্বনেতার তুলনায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপর ইন্দোনেশিয়ানরা সবচেয়ে বেশি আস্থা রাখেন। লোউই ইনস্টিটিউট ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্কের একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে বৃহস্পতিবার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
সোমবার প্রকাশিত ওই সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ ইন্দোনেশিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (৫৭ শতাংশ) প্রতি আস্থা রেখেছেন।
আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ ৫২ শতাংশ পেয়ে ওই সমীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
সমীক্ষায় দেখা গেছে যেসব ইন্দোনেশিয়ানরা সৌদি ও আমিরাতের যুবরাজদের ভোট দিয়েছে তারা ‘তাদের ধর্ম নির্বিশেষে উচ্চ স্তরের আস্থা প্রকাশ করেছেন।’
সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ানরা ইসলামিক দেশগুলোকে বিশেষভাবে সম্মান করে বলে মনে হচ্ছে। সৌদি আরব তাদের ‘অনুভূতি থার্মোমিটার’র শীর্ষে রয়েছে।