সুন্দরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে ছেলেসহ স্বামী আটক

0
186

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বেলের ভিটা গ্রামে আদূরী বেগম (৪০) নামে স্ত্রীকে হত্যার অভিযোগে ছেলেসহ স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নিজের শয়নঘর থেকে আদূরী বেগমের লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নিজের শয়নঘরে আদূরী বেগমের রহস্যজনকভাবে মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। আদূরী বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে মানসিক ভারসাম্যহীন ছেলে আইয়ুব আলী (২৫) ও স্বামী মনোয়ারুল ইসলাম (৪৬) কে আটক করেছে পুলিশ। কি বাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মানস রঞ্জন দাস জানান, এ ঘটনায় আদূরী বেগমের ছেলেসহ স্বামীকে আটক করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আজিজ জানান, মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য আদূরী বেগমের লাশ মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here