সুন্দরগঞ্জে তিস্তা সেতু নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শণ

0
299

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের সঙ্গে সংযোগ রক্ষাকারী সড়কে তিস্তা নদীর উপর পিসি গার্ডার সেতু নির্মাণ (২য় সংশোধিত) র্শীষক প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পরিবেক্ষণ মূল্যয়ন ও পরিদর্শণ করেছেন সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ উপলক্ষে গতকাল ১ হাজার ৪’শ ৯০ মিটার ব্রীজ’র বেজ ক্যাম্পে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের মহা-পরিচালক (আইজি) ড. মুহাম্মদ এমদদ উল্লাহ্ মিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব (অতিরিক্ত) আবু মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী, উপ-সচিব আল-আমিন সরকার, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশনের উপ-প্রধান, কৃষি, আনোয়ার ইমাম। আইএমইভি’র উপ-পরিচালক নাজমুল হুসেইন খান, অর্থনৈতিক সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইদুজ্জামান খান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মর্কর্তা ও প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here