নিজস্ব প্রতিবেদক : বেনাপোল সীমান্তের ত্রাস’ বন্দর শ্রমিকদের উপর বোমাবাজি মামলার সন্দেহভাজন একাধিক খুন অস্ত্র বিস্ফোরক ও মাদক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী আব্দুস সাত্তার পিস্তুল গুলি ও মাগজিনসহ আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে পুটখালী ইউনিয়নের উত্তর বারপোতা গ্রাম থেকে আটক করেন।
আটককৃত আঃ সাত্তার(৫০) বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের উত্তর বারপোতা গ্রামের মৃত জাহান আলী মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর শ্রমিকদের উপর বোমাবাজি মামলার সন্দেহভাজন, মামলা নং-৩৭, তারিখ-২৮/০৩/২০২২ খ্রি:, ধারা-১৫(৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনমূলে আঃ সাত্তার মোড়লকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেখানো মতে ৩১ মার্চ রাত ২১:০৫ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় এসআই রোকনুজ্জামান বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা গ্রামস্থ আসামীর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতরে বিচালির মধ্যে হইতে একটি সচল লোহার তৈরী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেন। এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজুু করে শুক্রবার সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত সাত্তার একাধীক খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদক সহ ৯ মামলার আসামী বলেও জানান তিনি।
।