আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে তিস্তা নদী সুরক্ষায় মহা-পরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তিস্তা বাঁচাও-নদী বাঁচা সংগ্রাম পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছামাদ মিয়া, সাদেকুল ইসলাম দুলাল, মুন্সী আমিনুল ইসলাম সাজু, কঙ্কন সরকার, নরেশ চন্দ্র সরকার প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েেেছ বলে জানা গেছে।