খবর৭১ঃ মে মাসের ২ কিংবা ৩ তারিখ হতে পারে ঈদুল ফিতর। ঈদের পরেই বাংলাদেশে সফরে আসছে শ্রীলংকা ক্রিকেট দল। দুই টেস্টের সিরিজে অংশ নিতে ৮ মে ঢাকায় এসে পৌঁছার কথা রয়েছে লংকান দলটির।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
১৫ মে সিরিজের প্রথম ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে।
সিরিজ শুরুর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি দলটি।