হাতীবান্ধায় ৫ম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানী প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

0
324

কাজী শাহ্ আলম
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহিদ আলী নামে এক প্যারা শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ। ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার সিংগীমারী গ্রামের এয়াকত আলী ছেলে শহিদ আলী (৩৩) মধ্য সিঙ্গিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্যারা শিক্ষক গত ২৩ মার্চ বিদ্যালয় ছুটি শেষে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ার কৌশলে আপত্তিকর স্থানে হাত দেয়। পরে উক্ত ছাত্রী বাড়ি গিয়ে তার মা ও প্রতিবেশীদের জানান। পরের দিন বিষয়টি প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছাকে অভিযোগ করেন। কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। ফলে শনিবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক শহিদ আলী। প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা জানান, তিনি বিষয়টি জানার পর শিক্ষককে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here