হলিক্রসে পিটি প্যারেডে দাঁড়ানো শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভ

0
539

খবর৭১ঃ
রাজধানীর হলিক্রস স্কুলে পিটি প্যারেডের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকষ্মিকভাবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম শ্যাপেন সুশানা মল্লিক।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সুশানা মল্লিক ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলের পাশের গলিতেই তাদের বাসা।

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, পড়াশোনা নিয়ে শিক্ষকদের অতিরিক্ত মানসিক চাপ ও রোদে দাঁড়িয়ে থাকায় সুশানার মৃত্যু হয়েছে। এজন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী।

এসময় তারা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের অ্যাসেম্বলিতে দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ওই শিক্ষার্থী মাটিতে পড়ে যান। এর পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রোদে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসকরা ভালো বলতে পারবেন।’

ওসি আরও বলেন, ‘ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভ করতে থাকে। তাদেরকে শান্ত করার চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here