নড়াইলে র‌্যাব’র অভিযানে নিখোঁজের ১৩ দিন পর রাজমিস্ত্রি উদ্ধার

0
331
উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি: নিখোঁজের ১৩ দিন পর উদ্ধার হলো রাজমিস্ত্রী। নড়াইলের কালিয়ায় নিখোঁজ রাজমিস্ত্রী রাজিব মোল্যাকে (৩২) কে উদ্ধার করেছে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে নিখোঁজের ১৩ দিন পর তাকে লোহাগড়া থানার এড়েন্দা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রাজিব মোল্যা কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজিবের অবস্থান নিশ্চিত হয়ে যশোর ক্যাম্পের র‌্যাব-৬ সিপিসি-৩ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক কালিয়া থানায় হস্তান্তর করা হয়। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) রতনুজ্জামান,রাজিব মোল্যা কে উদ্ধারের বিষয়টি গনমাধ্যম কে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, রাজিব উপজেলার সালামাবাদ ইউপির বাকা গ্রামের একটি বাড়ীতে কাজ করার নাম করে বেরিয়ে আর ফিরে আসায় ১৬ মার্চ রাজিবের শশুর কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের দাউদ খান কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here