খবর৭১ঃ চলমান যুদ্ধ বন্ধ করতে সরাসরি আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ জন্য তিনি ন্যাটোতে যোগ দেবেন না বলে অঙ্গীকার করতেও তৈরি আছেন। মঙ্গলবার ইতালির পার্লামেন্টে দেওয়া ভার্চুয়াল ভাষণে, ইউরোপীয় ইউনিয়নের প্রতি এ আহ্বান জানান তিনি। খবর নিউইয়র্ক পোস্টের।
জেলেনস্কি বলেন, ন্যাটো জোট রাশিয়াকে ভয় পায়। যুদ্ধবিরতির পাশপাশি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে জেলেনস্কি বলেন, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তিচুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হবে, যাতে জনগণ এ বিষয়ে মতামত দিতে পারে।
এদিকে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট আশা করেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জয় পেতে যাচ্ছেন তারা।