মারা গেছেন গাল্লি বয়ের সেই ব়্যাপার

0
203

খবর৭১ঃ মুম্বাইয়ের স্ট্রিট ব়্যাপারদের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘গাল্লি বয়’ সিনেমাটি বেশ আলোড়ন তুলেছিল বলিউডে। ‘এমসি তোড় ফোড়’ নামে পরিচিতি পেয়েছিলেন ব়্যাপার ধর্মেশ পারমার। মাত্র ২৪ বছর বয়সে মারা গেছেন সেই ধর্মেশ পারমার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মেশ পারমার মৃত্যুর কথা বলা হলেও কীভাবে তিনি মারা গেছেন সে সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

ব়্যাপ দুনিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন ধর্মেশ পারমার। হঠাৎ তার মৃত্যু মেনে নিতে পারছেন না রণবীর সিং।

গাল্লি বয়ে ইন্ডিয়া নাইনটি ওয়ান গানটিতে ব়্যাপ করেছিলেন ধর্মেশ। সোশ্যাল মিডিয়ায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রণবীর ও সিদ্ধান্ত।

গাল্লি বয়ের পরিচালক জয়া আখতার লিখেছেন— খুব তাড়াতাড়ি তুমি আমাদের ছেড়ে চলে গেলে। আমি কৃতজ্ঞ যে আমাদের দেখা হয়েছিল। একসঙ্গে কাজ করেছি। আত্মার শান্তি কামনা করি বান্টাই।

জয়ার প্রযোজনা সংস্থা টাইগার বেবি ফিল্মসের তরফ থেকেও শ্রদ্ধা জানানো হয় ধর্মেশকে। সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি শেয়ার করে শোক প্রকাশ করা হয়। সেখানে লেখা, ধর্মেশ পারমার অর্থাৎ এমসি তোড় ফোড়ের স্মৃতিতে। খুব তাড়াতাড়ি চলে গেল আমাদের বান্টাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here