রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের আয়োজনে উদয়ন দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদয়ন ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন ও সদস্য দীন মোহাম্মদ দিলু ‘র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। উদ্বোধক হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন, সমাজসেবক শফিকুর রহমান জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা জহিরুল হক কোম্পানি প্রমুখ। টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় এসটি লায়ন্স স্পোর্টিং ক্লাব বনাম ছত্তরুয়া ক্রীড়া সংঘের মধ্যকার খেলায় এসটি লায়ন্স স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় এবং অপর খেলায় জাগ্রত প্রতিভা বনাম জয়বাংলা স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায় জাগ্রত প্রতিভা বিজয়ী হয়। খেলায ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এসটি লায়ন্স স্পোর্টিং ক্লাবের কাউছার ও জাগ্রত প্রতিভার ঈমন। টুর্নামেন্টে ধারাভাষ্যে ছিলেন ফিরোজ আহমেদ।