কী করলে যুদ্ধ বন্ধ হবে— এরদোগানকে জানালেন পুতিন

0
286

খবর৭১ঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে। যুদ্ধের আজ ১২তম দিন। এবার পুতিন জানালেন কী করলে যুদ্ধ বন্ধ হবে।

রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে পুতিন জানিয়েছেন— কী হলে তার সেনাবাহিনী থামবে।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া কেবল তখনই থামবে যখন দেশের স্বার্থ পূরণ হবে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন এরদোগানকে আরও বলেছেন, পরিকল্পনা এবং সময়সূচি অনুসারে অভিযান চলছে। মাঠের বাস্থবতা বিবেচনায় নিয়ে ইউক্রেনের আলোচকদের আরও গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।

এর আগে শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে ইউক্রেনে অভিযান প্রসঙ্গে পুতিন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here