সৈয়দপুরে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালিত

0
294

সৈয়দপুর প্রতিনিধি :
সারাদেশের মতো আজ বুধবার (২ মার্চ) নীলফামারীর সৈয়দপুরে চতুর্থ জাতীয় ভোটার দিবস -২০২২ পালিত হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসের উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” ওপর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। পরে চতুর্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুল লতিফ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান,
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here