বাগেরহাটে গণ টিকা নিতে উপচে পড়া ভীড়

0
241

স্টাফ রিপোটার,বাগেরহাট: করোনা মহামারি নিয়ন্ত্রণে সারাদেশের মত বাগেরহাটে গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই বিশেষ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ অজিজুর রহমান। এসময়া সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বখসি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেগ এমদাদুল হকসহ টিকা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই বাগেরহাটের সকল স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভীড় ছিল। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকরা টিকা প্রদান করেছেন। কোন কোন কেন্দ্রে সন্ধ্যা পর্যন্ত টিকা প্রত্যাশীদের ভীড় ছিল।
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, বাগেরহাট জেলার ১৮টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২২৫টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৭২ হাজার ৯শ জনকে টিকা দেওয়ার কথা ছিল। এখনও আমাদের অনেক কেন্দ্রে টিকা দেওয়া চলছে। প্রতিটি কেন্দ্রে যত মানুষ এসেছে, আমরা সবাইকে টিকা দিয়েছি। আশাকরি আমাদের লক্ষমাত্রা অর্জিত হবে। রবিবার ও সোমবারও এই গনটিকা চলবে বলে জানান তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here