টপ অর্ডারের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ

0
289

খবর৭১ঃ আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে যেন চোখে সরষে ফুল দেখছেন বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার ব্যাটারদের যাওয়া আসার মিছিল দেখছে চট্টগ্রামের দর্শকরা।

১৫ ওভার শেষে মাত্র ৬০ রান করেই ছয়টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১১ ওভার ১ বলের সময় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রশিদ খানের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে অষ্টম ওভারে ৫ম উইকেটের পতন হয় বাংলাদেশের। দলীয় স্কোর ২৮ রানে বিদায় নেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ১৫ বলে ১০ রান করতে সক্ষম হন।

এর আগে পাঁচ ওভারের মধ‍্যেই বিদায় নেয় চার উইকেট। বাঁহাতি পেসার ফারুকি প্রথম চারটি উইকেট নিয়ে নিয়েছেন।

দুই ওপেনারের পর ফিরে যান মুশফিকুর রহিম। বাঁহাতি পেসার ফারুকির মিডল স্টাম্পে পড়ে প্রায় সোজা যাওয়া বলের লাইনে যেতে পারেননি মুশফিক। আরেকটু বেশি সুইং আশা করা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান এলবিডব্লিউ হওয়ার পর নেন রিভিউ। কাজ হয়নি, রিপ্লেতে দেখা গেছে বল লাগতো অফ-মিডল স্টাম্পে।

অভিষেকে কঠিন সময়ে নেমে রানের খাতাই খুলতে পারেননি ইয়াসির আলি চৌধুরী। দীর্ঘ অপেক্ষার পর নিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে তিনি ফারুকির বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান শূন‍্য রানে। ছোট রানা তাড়ায় শুরুতেই বাংলাদেশের ইনিংস যেন ধ্বংসস্তুপ।

তিন বলের ব্যবধানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

দুটি সফল রিভিউ নিয়ে তৃতীয় ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিল আফগানিস্তান। লিটন দাস ক্যাচ আউট হওয়ার পর এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন তামিম ইকবাল।

ফজল হক ফারুকির মিডল স্টাম্পে থাকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ওপেনার লিটন। ঠিকমতো পারেননি ডানহাতি এ ওপেনার। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে।

এক বল পর পা বাড়িয়ে খেলতে যান তামিম। ব্যাট-বলে করতে পারেননি বাঁহাতি এ ওপেনার। আবার রিভিউ নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দুই চারে ৮ বলে ৮ রান করে বিদায় নিতে হয় তামিমকে।

তিন ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।

এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে যায়।

৩ উইকেট নিয়ে সফলতম বোলার মোস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। একটি উইকেট পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

আফগানিস্তানের মিডল অর্ডার নাজিবউল্লাহ জাদরান (৬৭) ছাড়া বিশের ঘর পার করতে পেরেছেন কেবল রহমত শাহ (৩৪)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here