খবর৭১ঃ সুস্থ নন্দিত অভিনেত্রী ডলি জহুর। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঠান্ডাজনিত সমস্যায় ডলি জহুর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে। প্রিয় অভিনেত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রওনক।
হাসপাতালের বিছানায় ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন রওনক হাসান। তাতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ডলি জহুর বলেন, ‘আমার তেমন কিছু হয়নি, অল্প ঠান্ডা লেগেছে। দ্রুত সুস্থ হয়ে উঠবো।’