খায়রুজ্জামানকে ফেরাতে সবধরনের প্রচেষ্টা চলবে:পররাষ্ট্রমন্ত্রী

0
416

খবর ৭১:  সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফেরাতে সরকার সবধরনের আইনি প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ তাদের ডিপোর্টেশন সেন্টার থেকে সাবেক এই কূটনীতিককে মুক্তি দেয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খবরটা পেয়েছি। যত ধরনের আইনি প্রক্রিয়া আছে, সেগুলোতে আমরা প্রচেষ্টা চালাব।’

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আইনি লড়াইয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে মোমেন বলেন, আমরা আমাদের ক্রিমিনাল যারা তাদেরকে স্বদেশে এনে আইনের আওতায় আনার চেষ্টা করি। অনেকে লুকিয়ে থাকে। কিন্তু কারো যদি ঠিকানা বা অবস্থান পাই, আমরা আইনি প্রক্রিয়ার আশ্রয় নিই।

আইনজীবী নিয়োগ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমি জানি না।’

উল্লেখ্য, খায়রুজ্জামানকে প্রত্যর্পণে মালয়েশিয়ার আদালত স্থগিতাদেশ দেয়ার পরদিনই তাকে মুক্তি দেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here