সুন্দরগঞ্জ জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

0
269

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মফিজুল ইসলাম (৬৫) নামে বৃদ্ধ খুন হয়েছেন।
জানা যায়, রবিবার বিকেলে উক্ত বেকাটারী গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ল্যাঙ্গা খালের উপর (নালারপাড়) নামক স্থানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম ঐ গ্রামের মৃত হেবাতুল্যাহ্ ব্যাপারীর ছেলে। মফিজুল ইসলাম বিরোধপূর্ণ জমিতে বোরো ধানের চারা রোপণের জন্য হালচাষ করতে থাকলে তার ভাই মৃত মজিবর রহমানের ছেলে মঞ্জু মিয়া, মকবুল হোসেন, মশিয়ার রহমান ও মিজানুর রহমান গং মারপিট করে। ভাতিজাদের মারপিটে ঘটনাস্থলেই বৃদ্ধ চাচা মফিজুল নিহত হন। দীর্ঘদিন ধরে ১৫/২০ শতক জমি নিয়ে চাচা মফিজুল ইসলামের সঙ্গে ভাতিজা মকবুল হোসেন গংয়ের বিরোধ চলে আসছিল। স্থানীয়রা জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে গত শনিবার (৫ জানুয়ারী) ইউনিয়ন পরিষদে সালিশে মিমাংসা সূত্রে মফিজুল ঐ জমিতে হালচাষ করতে গিয়ে ভাতিজাদের মারপিটে নিহত হন। ইউপি চেয়ারম্যান শামসুল হুদা জানান, এ নিয়ে কোন সালিশ হয়নি। আগামী বুধবার (৯ জানুয়ারী) সালিশের জন্য উভয়পক্ষকে বলা হয়েছে।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here