ঝড়ে দুবলার চরে ২ কোটি টাকার শুটকির ক্ষতি

0
446

স্টাফ রিপোটার,বাগেরহাট: সুন্দরবনের দুবলার চরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে দুই কোটি টাকারও বেশি শুটকির ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ ফ্রেুয়ারি) রাত ১১টার দিকে মাত্র ১০ মিনিটের ঝড়ে শুটকির এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ ও শুটকি পল্লীর জেলেরা। এই নিয়ে চলতি মৌসুমেই পর-পর দুইবার ক্ষতির মুখে পড়ল শুটকি পল্লীর জেলেরা।
শুটকি ব্যবসায়ী শেখ আবু তাহের বলেন, ‘রাত ১১টার দিকে হঠাৎ একটি ঝড় আসে। মাত্র ১০ মিনিটের স্থায়ী এ ঝড়ে চরের প্রক্রিয়াজাতের জন্য খোলা আকাশের নিচে রাখা শুটকির মাচাগুলো নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে খোলা আকাশের নিচে থাকা বিভিন্ন প্রকার শুটকি মাছ। এর আগে গত ডিসে¤॥^র মাসেও ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুই কোটি টাকার শুটকির ক্ষতি হয়। বার বার এমন প্রাকৃতিক দূর্যোগের ফলে আমরা ক্ষতির মুখে পড়ছি। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠব তা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছি।’

জেলে তরিকুল ইসলাম বলেন, ‘ঝড়ের কবলে পড়ে শুটকির কাজে নিয়োজিত ১৮টি ট্রলার সাগরে ডুবে যায়। এতে তিন জেলে নিখোঁজ হয়। তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানি না।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘হঠাৎ করে বৃষ্টি ও ঝড় আঘাত হানে সুন্দরবনের বিভিন্ন চরে। বৃষ্টির ফলে শুকাতে দেওয়া প্রায় দুই কোটি টাকার শুটকি নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে যায়। এসব ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও অন্য জেলেরা চেষ্টা করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here