‘করোনা যাবে না, স্থানীয় রোগে পরিণত হবে’

0
193

খবর৭১ঃ
দুই বছরের বেশি সময় ধরে মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত গোটা বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাসটি সম্পূর্ণ চলে যাবে না, বরং এটা স্থানীয় রোগে পরিণত হবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির রুশ প্রতিনিধি মেলিটা ভুজনভিক লাইভ ইউটিউব চ্যানেলকে এই কথা জানিয়েছেন।

মেলিটা ভুজনভিক বলেন, করোনাভাইরাস স্থানীয় রোগে পরিণত হতে যাচ্ছে। এর মানে হলো এটি কখনোই যাবে না। কিন্তু আমরা জেনেছি এর চিকিৎসা এবং এ থেকে কীভাবে নিজেদের রক্ষা করতে হয়।

এই কর্মকর্তা বলেন, আমাদের এখনই ভাইরাসটির নিয়ন্ত্রণ করা দরকার। না হলে অপ্রত্যাশিতভাবে নতুন কোনো ধরন দেখা দেবে। তাই মানবজাতির আরাম করার সময় এখনো বহুদূর।

টিকা ছাড়াও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভুজনভিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here