উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা- মহাজন সড়কের খলিশাখালি এলাকায় মাটিবাহী ট্রলির সাথে মটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২ জন । সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শেখ লক্ষীপাশা গ্রামের দবির শেখের ছেলে। আহতরা হলেন, রামপুর গ্রামের মন্টু মন্ডলের ছেলে সুজন মন্ডল এবং চর-করফা গ্রামের লিয়াকত ভূঁইয়ার ছেলে হাসিব ভূঁইয়া । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার রাত সাড়ে ১০ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা – মহাজন সড়কে খলিশাখালী গ্রামে একটি মাটিবাহী ট্রলি ও মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মটোরসাইকেলে থাকা ২ জন ও ট্রলির হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরে আহত ইলিয়াস শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৩ টার দিকে মারা যায় । এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রলিটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।