মিরসরাইয়ে দক্ষিণ গেড়ামারা জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

0
264

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের দক্ষিণ গেড়ামারা ফরেস্ট অফিস জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে দক্ষিণ গেড়ামারা জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল হযরত আলী (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ গেড়ামারা জামে মসজিদের খতিব আব্দুর রহমানের সঞ্চালনায় এবং জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার উম্মুল ক্বোরা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুফতি মামুন হোসাইন হাবিবী, প্রধান ওয়ায়েজ হিসেবে বারইয়াহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী এবং বিশেষ ওয়ায়েজ হিসেবে ছিলেন হযরত হোসাইন (রাঃ) হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলাম মাওলা রায়হান, লালমনিরহাটের তালিমুল কুরআন হাফেজীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, ঢাকার দারুল মা’রিফ মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকার একতাবন্ধুত্ব ফ্যামিলীর সভাপতি ছালেহ আহমেদ মজুমদার। সার্বিক সহযোগীতায় ছিলেন মাহফিল এন্তেজামিয়া কমিটি ও যুবসমাজ। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ জুলাই করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ গেড়ামারা জামে মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here