সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0
349

খবর৭১ঃ

সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৮ সালের ২৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সরকারে আসে আওয়ামী লীগ। সে সময় সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনা।

এরপর ২০০৯ সালে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০১৪ ও ২০১৯ সালে টানা সরকার গঠন করে আওয়ামী লীগ।

স্বাধীনতাত্তর বাংলাদেশের সর্বোচ্চ পাঁচবার এবং টানা তিন মেয়াদ সরকার গঠন করেছেন আওয়ামী লীগ এবং দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here