মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সৈয়দপুর উপজেলার ২৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬ টি বিদ্যালয় থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে অনেক বনেদী প্রতিষ্ঠান এবার তাদের শতভাগ অর্জন ধরে রাখতে পারেনি। শতভাগ অর্জন করা বিদ্যালয়গুলো হচ্ছে – সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, আলফারুক একাডেমি,সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং বোতলাগাড়ি আদর্শ বালিকা নিকেতন। অাজ বৃহস্পতিবার ঘোষিত
পরীক্ষার ফলাফলে ওই চিত্র উঠে এসেছে। এতে শতভাগ পাশের তালিকায় শহরের ৫ টি ও গ্রামাঞ্চলের একটি প্রতিষ্ঠান রয়েছে। শহরের প্রতিষ্ঠানগুলোর মধ্যে
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ২৬০ জন, লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে ৪১৪ জন,সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ১১৮ জন,আলফারুক একাডেমি থেকে ২৩১ জন,আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১০০ জন এবং গ্রামাঞ্চলের বোতলাগাড়ি আদর্শ বালিকা নিকেতন থেকে ৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করে। অপরদিকে অন্য ২২টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য না পেলেও পাশের হার শতকরা ৮০ থেকে ৯৯ ভাগের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানগুলোর। তবে জিপিএ -৫ প্রাপ্তি রয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের।
মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি
তারিখ ৩০-১২-২০২১ইং
মোবাইল -০১৯১৬৫৬৬৫০২