উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইলের কালিয়ায় স্বামীর পরোকিয়া প্রেমের কথা ফাঁস করে দেয়ার অপরাধে সাথী বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, মঙ্গলবার রাতে উপজেলোর পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ওই হত্যাঠকান্ডের ঘটনা ঘটে । এ ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জিঞ্জাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাথী বেগম কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মো.ফসিয়ার মোল্যার মেয়ে। তার সাত মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের ভাই সবুজ মোল্যা অভিযোগ করে বলেন, প্রায় দুইবছর আগে উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত ওমর মৃধার ছেলে নাসিরের সাথে তার বোন সাথীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলোহ-বিবাদ লেগেই থাকতো। প্রথমে সাথী কাউকে কিছু না জানালেও এক সময় নির্যাতন সহ্য করতে
না পেরে প্রতিবেশী এক নারীর সাথে তার স্বামী নাসিরের পরকীয়ার বিষয়টি ফাঁস করে দেয়। এরই মধ্যে মঙ্গলবার রাত ৮ টার দিকে নাসির তাদেরকে ফোনে সাথীর মৃত্যুর খবর জানালে তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন স্বামীর পরোকিয়ার ঘটনা ফাঁস করার কারণে নাসির ও তার পরিবারের লোকজন তার বোনকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে। নিহত সাথীর স্বামী নাসিরসহ তার স্বজনরা ওই অভিযোগ অস্বীকার করেন। ঘটনাটিতে পুলিশ সাথীর স্বামী নাসির মৃধা(২৬) ও নাসিরের ভাবি লাবনী বেগমকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নাসিরের পরিবারের বাকি সদস্যরা পলাতক রয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সেখ কনি মিয়া বলেন, গৃহবধুর মৃত্যুর ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির ও তার ভাবী লাবনী বেগমকে আটক করা হয়েছে।