খবর৭১ঃ সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কান মেয়েদের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। আর ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। বিরতিতে যাওয়ার আগেই লঙ্কানদের জালে চার গোল দিয়েছেন মারিয়া মান্ডারা।
ফাইনালে উঠতে হলে বাংলাদেশের ড্র-ই যথেষ্ট ছিল। তবে ম্যাচ ড্র করার জন্য যেন খেলতে নামেননি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। বাম-প্রান্ত থেকে ম্যাচের প্রথম গোলটি করেন আনুচিং মোগিনি। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। এবার আনুচিংয়ের পাশে প্রতিপক্ষের জালে বল জড়ান ঋতুপর্না চাকমা।
তৃতীয় গোলের জন্য নয় মিনিট সময় নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৬তম মিনিটে আখি খাতুনের দেয়া পাসে ব্যবধানে তিনগুণ করেন শাহেদা আক্তার রিপা। ৩-০ ব্যবধানেই শেষ হতে চলেছিলো ম্যাচের প্রথমার্ধ। তবে বিরতির একদম অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি ব্যবধান চারগুণ করেন ঋতুপর্না।