বাংলাদেশের ৫০ তম জন্মদিন পালন করল বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

0
263

খবর৭১ঃ  বাংলাদেশের ৫০ তম জন্মদিন পালন করল মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের সংগঠন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর কেক কেটে আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর কেন্দ্রীয় কার্যালয় পল্টনে এ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান ফারছিম, ভারপ্রাপ্ত মহাসচিব কে.এম. জাহিদ হাসান অতনু, দপ্তর সম্পাদক সৈয়দ সিয়াম আহমেদ, প্রকল্প বিষয় সম্পাদক মো. সুমন ও বীর প্রতীক এর নাতি মোঃ নাঈম খান এবং আরও অনেকে। এছাড়া অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধার নাতি ডাঃ হাসানাত মুন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের স্বতন্ত্র সংগঠন। দেশব্যাপী সংগঠনটি কমিটি দিয়ে মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের সংঘবদ্ধ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here