ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিভল ৩ প্রাণ

0
269
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খবর৭১ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তারা ইটভাটায় কাজ করতো।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত কারই নামপরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল।

ওসি জানান, ভোরে অটোরিকশায় করে বাড়ি থেকে ইটভাটায় যাচ্ছিলেন তারা। বৈশামুড়া নামক এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here