এক দিনের ব্যবধানে বাড়ল মৃত্যু, কমেছে শনাক্ত

0
263

খবর৭১ঃ দেশে এক দিনের ব্যবধানে মহামারি করোনভাইরাসে মৃত্যু বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে মারা গেছেন ৫ জন। আর শনাক্ত হয়েছেন ১৭৭ জন। এক দিন আগে শুক্রবার মারা গেছেন একজন ও শনাক্ত হন ২৬৯ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.১৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.২৩ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া সবাই নারী। এদের চারজন ঢাকা বিভাগের একজন চট্টগ্রাম বিভাগের। জেলা ভিত্তিক হিসেবে ঢাকা জেলার দুজন, মুন্সীগঞ্জ জেলার একজন, নারায়ণগঞ্জ জেলার একজন ও কুমিল্লা জেলার একজন।

এ নিয়ে করোনায় মোট মৃত নারী নারীর সংখ্যা ১০ হাজার ৯৮ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯২৪।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here