খবর৭১ঃ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে চূড়ান্ত স্বীকৃতি তথা জাতিসংঘের অনুমোদন প্রাপ্তির জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ এবং আরও দুটি দেশের উত্তরণের ঐতিহাসিক জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাবের জন্য বাংলাদেশকে অভিনন্দন। সিদ্ধান্তটি ২৪ নভেম্বর, ২০২৬ থেকে কার্যকর হবে।’