সৈয়দপুরে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

0
331

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে: আগামি ২৩ ডিসেম্বর সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রবিবার দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দেশের অন্যান্য জেলার মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় মনোনীত প্রার্থীদের হাতে দলের মনোনয়নের চিঠি তুলে দেয়া হয়। এবারে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে যারা নৌকার মাঝি হয়েছেন তারা হলেন কামারপুকুর ইউনিয়নে ইউনিয়ন
আ,লীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ,কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ইউনিয়ন আ, লীগের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম রকিব সোহন, বাঙ্গালীপুর ইউনিয়নে ইউনিয়ন আ,লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা.মো. শাহাজাদা সরকার, বোতলাগাড়ি ইউনিয়নে ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু ও খাতামধুপুর ইউনিয়নে ইউনিয়ন আ,লীগের ১নং ওয়ার্ডের সভাপতি হাসিনা বেগম। সুত্র জানায়, পাঁচ ইউনিয়নের মধ্যে বাঙ্গালীপুর ও কামারপুকুর ইউনিয়ন বাদে অন্য তিন ইউনিয়নেই নতুন প্রার্থী। স্থানীয়আওয়ামী লীগের সুত্র জানায়, দল নৌকার মাঝি নির্ধারণ করে দিয়েছেন। এখন দলের প্রার্থীর পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় লাভে কাজ করার আহবান জানান।
প্রসঙ্গতঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আ,লীগ থেকে একাধিক সম্ভাব্য প্রার্থী নির্বাচনের তৎপরতা জোরেশোরে শুরু করেন। এজন্য তারা লবিং গ্রুপিং
ও দেনদরবারও চালিয়ে যান। ফলে ওইসব প্রার্থীর পক্ষে কাজ করতে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়েন নেতাকর্মীরা। এ অবস্থায় প্রার্থী নির্বাচনে সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে। ওইসব সভায় সকলের সম্মতিতে পাঁচ ইউনিয়নের ২০ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করা হয়। নৌকার ২০ জন মনোনয়ন প্রত্যাশী নির্বাচন করার জন্য কেন্দ্র থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। একই সাথে তারা দেনদরবারও অব্যাহত রাখেন। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নেয়াসহ সার্বিক বিষয়ে যাচাই বাছাই করে উল্লিখিত প্রার্থীদের দলের মনোনয়ন দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here