সৈয়দপুরে রোটারী ক্লাবের মাক্স বিতরণ কর্মসূচির উদ্বোধন

0
321

সৈয়দপুর প্রতিনিধি :
সৈয়দপুরে রোটারী ক্লাবের পক্ষ থেকে ছয় হাজার মাক্স বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ বাংলাদেশ’র মিলিয়ন মাস্ক মার্চ কর্মসূূচির অংশ হিসেবে আজ শনিবার শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতালের সামনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রোটারী ক্লাব অব সৈয়দপুরের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. এমদাদুল হক বাবুল এবং চার্টার প্রেসিডেন্ট এবং চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রোটারী ক্লাবের এ্যাসিসট্যান্ট ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটাঃ শাহ্ আহসান হাবিব, এ্যাসিসট্যান্ট গভর্ণর রোটাঃ তারিকুল আলম তারিক, সেক্রেটারি রোটাঃ মোবাশ্বের প্রিন্স, সাবেক গভর্ণর রোটাঃ মমতাজ মিন্টু, রোটাঃ আজাহার সরকার রানা, রোটাঃ কলিমউল্ল্যাহ প্রমুখ। উল্লেখ্য, মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে রোটারী ক্লাব জেলা ৭৯৮০ ইউএসএ ও রোসি ফাউন্ডেশন ইউএসএ কর্তৃক রোটারী ক্লাবকে তিন দশমিক পাঁচ মিলিয়ন মাস্ক বিতরণের জন্য প্রদান করা হয়েছে। ফলে রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ বাংলাদেশ এসব মাস্ক ক্লাবগুলোর মাধ্যমে বিতরণের জন্য মিলিয়ন মাস্ক মার্চ কর্মসূচি গ্রহন করে। এরই অংশ হিসেবে রোটারী ক্লাব অব সৈয়দপুর ছয় হাজার মাস্ক বিতরণ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here