ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মানব সেবাই আমাদের লক্ষ্য, হোমিও চিকিৎসা নিন সুস্থ থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে হোমিওপ্যাথিক গবেষণা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হোমিও চিকিৎসা দেওয়া হচ্ছে। হোমিওপ্যাথিক গবেষণাগার ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার কামাল হোসেনের আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রথম হোমিওপ্যাথিক পিএইচডি অর্জনকারী ভারতের স্বনামধন্য চিকিৎসক ও গবেষক অধ্যাপক ডাক্তার মিলন সেনগুপ্ত ঠাকুরগাঁয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন। ঠাকুরগাঁও শহরের শহীদ তিতুমীর সড়ক বড় মাঠ শহীদ মিনারের পূর্ব পাশে হোমিওপ্যাথিক গবেষণা ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল রোগের সুচিকিৎসা প্রদান করা হচ্ছে। প্রতিদিন শতাধিক রোগীর উপচেপড়া ভিড় থাকলেও দীর্ঘ সময় নিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন অধ্যাপক ডাক্তার মিলন সেনগুপ্ত।