সুন্দরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
400
আটক
আটক - প্রতিকী ছবি

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল আজিজ, এসআই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বেলকা বাজার থেকে ২’শ ৯০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিদ্বয়কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হল- কুড়িগ্রামের উপলিপুর উপজেলার বালাবাড়ি গ্রামের আজিজল হকের ছেলে রতন মিয়া (৩০) ও সাখোয়াত হোসেনের ছেলে দিল হোসেন (৩৫)।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা রুজু করে আসামীদ্বয়কে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here