আব্দুল আওয়াল, মদন : দেশব্যাপী সনাতন হিন্দু ধর্মালম্বীদের মন্দিরসহ বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে
নেত্রকোনার মদনে মানববন্ধন, মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মদন উপজেলা শাখার উদ্যোগে শনিবার মদন-কেন্দুয়া সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ জীবন লাল সরকার, সাধারন সম্পাদক সুরজিত রায় সংগ্রাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সমীর কুমার দাস, পৌর কাউন্সিলর সজল বৈশ্য, আওয়ামীলীগ নেতা বিমান বৈশ্য প্রমূখ।