করোনায় মানুষকে বাঁচাতে শেখ হাসিনা যখন যা দরকার সবই করছেন: অধ্যাপক ডাঃ এম এ আজিজ

0
435

আরিফ রববানী ময়মনসিংহ: দেশের সুনাম অর্জনকারী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা এম এ আজিজ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মানবতার মা। বিশ্বে অনেক দেশ যখন করোনাভাইরাস প্রতিরোধী টিকা পাচ্ছে না। সেখানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টিকা অনুমোদের পরপরই এনে দেশের মানুষকে দিয়েছেন।

শনিবার দুপুরে রাজধানী মতিঝিল সরকারি কমিউনিটি সেন্টারে ঔষধ যেখানে ফার্মাসিস্ট সেখানে’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের করোনাভাইরাস যুদ্ধের সময় জননেত্রী শেখ হাসিনা নিজের প্রজ্ঞা দ্বারা যখন যা দরকার সবই করছেন। করোনাভাইরাস যুদ্ধের সময় তিনি যখন প্রয়োজন মনে করছেন তখনই নিজেই চিকিৎসকসহ বিভিন্ন স্টাফ নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছেন। স্বাস্থ্যখাতের বরাদ্দ বৃদ্ধি করেছেন।

এসময় দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা এম এ আজিজ বলেন, শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় এসেছেন তখনই স্বাস্থ্যসেবার উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধু হেলথ সাব সেন্টার করেছেন, সেখানে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছেন। জননেত্রীর স্বাস্থ্য চিন্তা ভাবনায় ও বাস্তবায়নে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।

ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি মো শফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মো. আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যপাক ডা আবু ইউসুফ ফকির ও ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়নের পরিবার পরিকল্পনা শাখার সভাপতি একেএম ফরিদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here