নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ আটক ১

0
268

উজ্জ্বল রায়, নড়াইল থেকেঃ নড়াইলে ২০ বোতল ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশ (ডিবি”র) হাতে আটক মাদক ব্যবসায়ী পল্লব শেখ।এসআই সঞ্জীব ঘোষ জানান,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে গোঁপন সংবাদের ভিত্তিত্বে আমি এসআই সঞ্জীব ঘোষ, এ এসআই শরিফুল ইসলাম, এ এসআই আবুল কালাম, কনেষ্টোবল সালমান, রাজু ঢালীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগড়া উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মো:মনিরুজ্জামান শেখ এর ছেলে মোঃ পল্লব শেখকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেপ্তার করে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান। এসআই সঞ্জীব ঘোষ আরো জানান,আমাদের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার)’র নির্দেশ নড়াইল জেলা থেকে মাদকের শিকড়সহ উফড়ে ফেলতে হবে তারই নির্দেশে নড়াইল জেলা পুলিশসহ ডিবি পুলিশের সকল টিম দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নড়াইল জেলার বিভিন্ন যায়গা থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ীদের আটক করে জেল হাজতে পেরণ করছি। নড়াইল জেলা পুলিশকে সকল ধরনের তথ্যদিয়ে সহযোগীতা করুন,নড়াইল জেলা বাসিকে মাদকের গ্রাশ থেকে রক্ষা করুন বলেও জানান। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here