চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দীর্ঘ দেড় বছর পর যাত্রী পারাপার শুরু

0
311

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দীর্ঘ দেড় বছর পর  রোববার দুপুর থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে করোনা ভাইরাস মহামারির কারণে গত বছরের মার্চ মাসে দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ভারতে চিকিৎসা করতে যেয়ে আটকে পড়া বাংলাদেশী যাত্রীদের ফিরিয়ে আনতে চলতি বছরের ১৭ মে সীমিত আকারে দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু করা হয়। তবে ওই সময় কোনো পাসপোর্টধারী বাংলাদেশী যাত্রী এ চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ দেড় বছর পর আজ রোববার থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে পুনরায় যাত্রী পাপাপার শুরুর সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে ভারত থেকে আগত যাত্রী এবং বাংলাদেশ থেকে ভারতে গমনের ক্ষেত্রে আর কোনো সমস্যা রইলো না।

দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শন আব্দুল আলিম জানান, আজ রোববার দুপুর থেকে দর্শনা চেকপোস্টের সমস্ত কার্যক্রম শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here