আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুলের ব্যাপক অনিয়ম-দুর্নীতি, লুটপাট- আত্মসাৎ ও দুর্ব্যবহারের বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চেয়ারম্যানের দর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জরমনদী মৌজাস্থ ইউপি কমপ্লেক্স ভবনের সামনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আ লিক মহা-সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি শাহ-আলম মাস্টার, উক্ত দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মিলন চন্দ্র সরকার, গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সমাজসেবক তোজাম্মেল হোসেন, আহসান হাবিব ডলার, মোন্তাজ আলী, মামুন মিয়া, লাল মিয়া প্রমূখ।
এ সময় চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বিরুদ্ধে সমুচিত বিচারের দাবী জানিয়ে বক্তারা বলেন, ‘বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যত্ন প্রকল্পের অধীনে শিশুভাতা দেয়ার নামে নির্বিঘ্নেই অর্থ হাতিয়ে নেয়া ছাড়াও সড়কের গাছ বিক্রির অর্থ আত্মসাৎ, পরিষদের ফ্রিজ, অস্বচ্ছল নারীদের কর্মমূখী করার জন্য বরাদ্দকৃত সেলাইমেশিন আত্মসাৎ করেন চেয়ারম্যান। এদিকে, গত সোমবার (৬ সেপ্টেম্বর) দিন গতবল গভীর রাতে প্রবীণ রাজনীতিবিদ ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভপতি, ইউপি’র সাবেক সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ-আলমকে মোবাইলফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরেরদিন হত্যার উদ্দেশ্যে আক্রমণসহ নানান দুর্ব্যবহার করায় চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও সমুচিত বিচারের দাবী করেন’।