মৃত্যু নামল আশির নিচে, শনাক্ত কমে ১০.১১

0
380

খবর৭১ঃ মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন। দুই মাসেরও বেশি সময় পর মৃতের সংখ্যা আশির নিচে নামল। আর নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ৬২ জন। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১০.১১ শতাংশে।

দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৪ জনে। আর শনাক্তের মোট সংখ্যা ১৫ লাখ তিন হাজার ৬৮০ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৯৯ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here