শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

0
224

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে, এপথে দু’দেশের পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরের সাথে পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যের কার্যক্রম বন্ধ রাখা রয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিদিন ভারত থেকে প্রায় ৫’শ ট্রাক বিভিন্ন ধরনের আমদানিকৃত পন্য বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকে আবার দেড় শতাধিক ট্রাক বিভিন্ন ধরণের পন্য ভারতে রফতানি হয়। আমদানি-রফতানি বন্ধ থাকায় প্রবেশের অপেক্ষায় দু’পার বন্দরে সহ¯্রাধীক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী, তৈরী পোশাক, কেমিক্যাল, খাদ্যদ্রব্য, পাট ও পাট জাতীয় পণ্যসহ বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, সোমবার দিনভর আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্যের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here