শপথ নিলেন সৈয়দপুরে এপেক্স ক্লাবের নির্বাচিত কর্মকর্তারা

0
247

মিজানুর রহমান মিলন
সৈয়দপুর:
এপেক্স ক্লাব অব সৈয়দপুর’র নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ’র ২০২১ সালের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী। এপেক্স ক্লাব অব সৈয়দপুর’র ২০২০ সালের সভাপতি এপেক্সিয়ান নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ২০২১ সালের সহ সভাপতি রুহুল মঈন চৌধুরী, এপেক্সিয়ান নাসিম আহমেদ, এস.এম. মিথুন কার্নায়েন,এপেক্সিয়ান শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন । এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর ২০২১ সালের কমিটির নবনির্বাচিতরা হলেন এপেক্সিয়ান রওনক জাহান প্রেসিডেন্ট, এপেক্সিয়ান কুতুব উদ্দিন আলো ডিএনএ এবং এপেক্সিয়ান মো. শাবাহাত আলী সাব্বু সার্ভিস ডিরেক্টর। এপেক্স ক্লাবের নির্বাচিতদের শপথ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান হয়। অনুদানপ্রাপ্তরা হলেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থী সাজিয়া খাতুন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসলিমা, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মো. শাহনেওয়াজ। এছাড়া একই অনুষ্ঠানে বিধবা জয়বুন নেছাকে একটি সেলাইমেশিন প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here