ফুলবাড়ীয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

0
415

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সুরের পাড়ের এক ডোবা থেকে ”আল্লাহ আমার রব , রবই আমার সব , লেখা গেঞ্জি পড়া অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিনার দুপুর ১ টার দিকে লাশ ঊদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার এস আই জ্যোতিষ চন্দ্র দেব।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লক্ষীপুর বাজার থেকে শিমুলতলী সড়কের সুরেরপাড় গ্রামের খলিফাবাড়ী সংলগ্ন একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ডোবা থেকে ২০/২২ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার এস আই জ্যোতিষ চন্দ্র দেব জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় মুখমন্ডল বিকৃত হওয়ায় ধারনা করা হচ্ছে লাশটি ডোবায় ৫/৬ দিন ধরে পড়ে ছিল। উদ্ধার করা নিহত যুবকের পরনে হালকা গোলাপী রঙের গোল গলা গেঞ্জি ও সাদা চেক লুঙ্গি পড়া ছিল। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে লাশের গায়ে থাকা গেঞ্জিতে লেখা ছিল ” আল্লাহ আমার রব, এই রবই আমার সব”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here