বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ফ্যান বিতরণ করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা চত্বরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৩টি বেঞ্চ ও ৩৩৬ টি সিলিং ফ্যান প্রদান করা হয়।
এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা শিক্ষা অফিসের হিশামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।