খবর৭১ঃ করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শনিবার সন্ধ্যায় শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন দু’দিন আগে করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। তার শারীরিক অবস্থা এখন স্বাভাবিক আছে।
তিনি আরো বলেন, এখন দলের স্থায়ী কমিটির সাপ্তাহিক ভার্চুয়াল সভা চলছে। ম্যাডামের (খালেদা জিয়া) পরবর্তী শারীরিক অবস্থা সম্পর্কে দলের মহাসচিব দেশবাসীকে অবহিত করবেন।
উল্লেখ্য, এ বছরের ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন তিনি। পরে ১৯ জুলাই করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। আর গত বুধবার বিকেলে নেন দ্বিতীয় ডোজ।