ইবি প্রতিনিধি: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল স্বেচ্ছাসেবী সংগঠন “বুনন”।
প্রতিযোগিতার আয়োজকেরা জানান, প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী অংশ নিতে পারবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে অনধিক ৩-৫ মিনিটের ভিডিও বক্তব্য পাঠাতে হবে। বক্তব্য ভিডিও আকারে প্রদান করতে হবে ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করা যাবে। তবে ভয়েজ ও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবেনা।
ভিডিও পাঠানোর সময় প্রতিযোগীর পূর্ণাঙ্গ নাম, পড়াশুনা ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে বলেও জানিয়েছেন আয়োজকেরা। বিচারকদের মতামতের ভিত্তিতে সেরা বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।
উল্লেখ্য, তৈরিকৃত ভিডিও ইমেইলে (bunon.iu@gmail.com), হোয়াটসঅ্যাপ- 01316818869 অথবা বুননের ফেসবুক পেইজের ইনবক্সে এ পাঠাতে হবে। প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য 01316818869 মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
আয়োজক কমিটির সদস্য রাফিউল রাফি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। কির্তীমান এ নেতা আমাদের সকলের জন্য আদর্শ স্বরুপ। জাতির পিতার এ আদর্শ কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বুননের এই আয়োজন।