খবর৭১ঃ
আফগানিস্তানে স্থায়ী সরকার এলে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি জানান, আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। বাকিদের ফেরত আনার প্রক্রিয়া চলছে। আফগানিস্তানে কোনো বাংলাদেশি অসুবিধায় থাকলে দূতাবাসে যোগাযোগ করলে সরকার ব্যবস্থা নেবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা তৃতীয় কোনো দেশ দ্বারা প্রভাবিত হয়ে আফগানিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না। আঞ্চলিক সমৃদ্ধির জন্য আমরা চাই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হোক। আফগানিস্তানের মানুষের অনেক সক্ষমতা আছে। তারা সেটি ব্যবহার করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক। সে বিষয়ে বাংলাদেশ সার্বিক সহযোগিতা করবে। আমরা সে জন্য প্রস্তুত আছি, তবে সে জন্য স্থায়ী সরকারের প্রয়োজন। সামনের দিনে যখন আমরা বুঝবো একটি স্থায়ী সরকার এসেছে, আমরা তখন সাহায্যের হাত বাড়িয়ে দেব।